Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় ইত্তেহাদুল মাদারেস এ উদ্যোগে

হিফজ ও দাওরায়ে হাদিস সম্পন্নকারীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩২, ২৯ ডিসেম্বর ২০২৫

হিফজ ও দাওরায়ে  হাদিস সম্পন্নকারীদের সংবর্ধনা

দুপচাঁচিয়ায় ইত্তেহাদুল মাদারেস এ উদ্যোগে হিফজ ও দাওরায়ে হাদিসসম্পন্নকারীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯ডিসেম্বরসোমবার সকালে উপজেলা মডেল মসজিদ হলরুমে সাইফুল হাদিস জামিয়া দারুলউলুম লুৎফর রহমান মাদ্রাসার মুহতামিম মাওঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে ওঅবিরাম শিল্প গোষ্ঠির পরিচালক হামীম হুসাইন এর পরিচালনায় আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাকিরহোসেন, মুক্তিযোদ্ধা সংসদ দুপচাঁচিয়ার আহবায়ক বীরমুক্তিযোদ্ধা আব্দুলমজিদ, আল জামিয়াতুল আরাবিয়া শামসুল উলুম কারবালা মাদ্রাসার শাইখুলহাদিস ও খতিব হযরত মাওঃ মুফতি কাজী ফজলুল করিম(দাঃরাঃ), জামিল মাদ্রাসারমুহাদ্দিস ও মঈনে মুহতামিম হযরত মাওঃ আতাউল্লাহ সিজামী(দাঃরাঃ), ইমামমোয়াজ্জিন সমিতির সহসভাপতি মাওঃ তাজুল ইসলাম, হাফেজ মিরাজুল ইসলামবাচ্চু, মুহতামিম আব্দুর নূর, মুহতামিম মাওঃ আনোয়ার হোসেন, কাহালু মডেলমসজিদের খতিব আব্দুল্লাহ আল গালিব, দুপচাঁচিয়া মডেল মসজিদের পেশ ইমামমাওঃ জোবায়ের হোসেন, অভিভাবক আব্দুল করিম, শাহজাহান আলী, আব্দুল মালেকপ্রমুখ। পরে হিফজ ও দাওরায়ে হাদিস সম্পন্নকারীদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।