স্পেনে পৌঁছানোর চেষ্টায় এক বছরে ৩ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু
স্প্যানিশ অভিবাসন অধিকার গোষ্ঠীর প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে, চলতি বছর স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় ৩ হাজারেরও বেশি অভিবাসী মারা গেছেন।সোমবার (২৯ ডিসেম্বর) 'ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস' জানিয়েছে, ১৫ ডিসেম্বর পর্যন্ত রেকর্ড করা ৩ হাজার ৯০ মৃত্যুর তথ্যে দেখা গেছে, বেশিরভাগই ঘটেছে আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে আটলান্টিক অভিবাসন পথে।অভিবাসীদের পরিবার এবং উদ্ধারকৃতদের সরকারি পরিসংখ্যান থেকে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪৩৭ শিশু এবং ১৯২ জন নারী রয়েছে।অভিবাসন অধিকার গোষ্ঠী ক্যামিন্যান্ডো ফ্রন্টেরাস আরও উল্লেখ করেন, আলজেরিয়া থেকে ছেড়ে যাওয়া নৌকার সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আলজেরিয়ানদের ঐতিহ্যবাহী এই রুটে ২০২৫ সালে সোমালিয়া, সুদান এবং দক্ষিণ সুদান থেকে অভিবাসীদের ঢল নেমেছে।আগের বছরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে সমুদ্রপথে স্পেনে পৌঁছানোর চেষ্টা করার সময় কমপক্ষে ১০ হাজার ৪৫৭ জন অভিবাসী মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এই সংখ্যা ২০০৭ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে সর্বোচ্চ। তবে সেই তুলনায় এ বছর মৃত্যুর হাড় কমেছে।স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছরের ১৫ ডিসেম্বর পর্যন্ত ৩৫ হাজার ৯৩৫ জন অভিবাসী স্পেনে পৌঁছেছেন- গত বছরের একই সময়ের তুলনায় ৪০ শতাংশ কম। তাদের প্রায় অর্ধেকই পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক অভিবাসন পথ দিয়ে ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছেন।
