Joy Jugantor | online newspaper

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২০, ৩১ ডিসেম্বর ২০২৫

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ঢুকে কনস্টেবলের মাথায় দা দিয়ে কোপ

কুমিল্লার চৌদ্দগ্রামে থানায় ঢুকে শরিফুল ইসলাম নামের এক পুলিশ কনস্টেবলকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছে বাহাদুর হোসেন বাদল (১৯) নামের এক যুবক। অভিযুক্ত বাদল থানা সংলগ্ন লক্ষীপুর গ্রামের মানিক মিয়ার ছেলে। ঘটনার পরপরই তাকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে।চৌদ্দগ্রাম থানা পুলিশ সূত্রে জানা যায়, বাদল দীর্ঘদিন ধরে নিয়মিত গরু নিয়ে থানার বাউন্ডারির ভেতরে প্রবেশ করত। এতে থানার ভেতরে থাকা বিভিন্ন প্রজাতির ফল ও ফুলগাছ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ কারণে তাকে একাধিকবার গরু নিয়ে থানায় প্রবেশে নিষেধ করা হয়।

তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে একাধিক গরু নিয়ে থানার ভেতরে ঢুকে পড়ে।এ সময় চৌদ্দগ্রাম থানার পুলিশ কনস্টেবল শরিফুল ইসলাম তাকে গরু নিয়ে থানায় প্রবেশ না করার জন্য পুনরায় সতর্ক করেন। এতে ক্ষিপ্ত হয়ে বাদল তার হাতে থাকা দার উল্টো পিঠ দিয়ে শরিফুলের শরীরে একাধিক আঘাত করে। একপর্যায়ে দা দিয়ে শরিফুলের মাথায় কোপ দেয়। এতে তিনি গুরুতর আহত হন।আহত কনস্টেবলের চিৎকার শুনে থানার ভেতরে থাকা অন্যান্য পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাদলকে আটক করে থানার ভেতরে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম থানার ওসি (তদন্ত) গুলজার আলম বলেন, বাদল বিগত কয়েক বছর ধরে থানার বাউন্ডারির ভেতরে গরু নিয়ে প্রবেশ করত। এতে গাছপালা নষ্ট হচ্ছিল। বারবার নিষেধ করা হলেও সে তা মানেনি। মঙ্গলবার বিকেলে থানার মূল গেট দিয়ে গরু নিয়ে বের হওয়ার সময় কনস্টেবল শরিফুল তাকে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে দা দিয়ে আঘাত করে।তিনি আরও জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় বাদলের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে আটককৃত বাদলকে আদালতে প্রেরণ করা হয়েছে।