Joy Jugantor | online newspaper

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৫, ৩১ ডিসেম্বর ২০২৫

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা চালক নিহত

 

বগুড়ায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়ে চলন্ত ট্রাক চালক সেলিম হোসেন (৪০) নিহত হয়েছেন। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকালে শহরতলীর ঢাকা-রংপুর মহাসড়কের তেলিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সেলিম বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে।জানা যায়, আজ বুধবার(৩১ ডিসেম্বর) সকালে তেলিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল।

এসময় পেছন থেকে আসা আরেকটি দ্রুতগামী ট্রাক দাঁড়িয়ে থাকা ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং চালক সেলিম হোসেন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।বগুড়ার কুন্দারহাট হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান।