Joy Jugantor | online newspaper

মোস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হতেন না তাসকিন

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:২৫, ৩০ ডিসেম্বর ২০২৫

মোস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হতেন না তাসকিন

মোস্তাফিজ ১৮ কোটি পেলেও অবাক হতেন না তাসকিন

এবারের আইপিএলে মোস্তাফিজুর রহমানকে নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২ কোটি টাকার বেশি। আইপিএলের ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে যা সর্বোচ্চ রেকর্ড। এই বাঁহাতি এই পেসার যদি ১৮ কোটি রুপিও পেতেন, তাতেও অবাক হতেন না তাসকিন আহমেদ। আইএল টি-টোয়েন্টির পাঠ চুকিয়ে মোস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ এখন বিপিএলের মঞ্চে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে ঢাকা ক্যাপিটালসে যোগ দেওয়ার পর গতকাল সংবাদ সম্মেলনে বাংলাদেশের তারকা পেসার বললেন, মোস্তাফিজের এটি প্রাপ্যই ছিল। সতীর্থ মোস্তাফিজকে নিয়ে সতীর্থ তাসকিন বলেন, 'এটা তো দৃশ্যমান (বাংলাদেশি পেসারদের কদর বাড়ছে)। আসলে ফিজ বিশ্ব ক্রিকেটে অনেক পরীক্ষিত ও প্রমাণিত একজন প্লেয়ার। ও যদি ৯ কোটির জায়গায় ১৮ কোটিও পেত, অবাক হওয়ার কিছু হতো না। কারণ ও ডিজার্ভিং একটা ক্রিকেটার।' মোস্তাফিজের পারফরম্যান্স নিয়ে তাসকিন বলেন, 'ও প্রমাণিত এবং আইপিএলেও অনেক ম্যাচ খেলছে, ভালো করে দেখিয়েছে। আইএল-এ তো দুর্দান্ত খেলেছে। এটা আমার কাছে সারপ্রাইজিং না। আমি মনে করি, ফিজ আরও বেশি ডিজার্ভ করে। তো আশা করছি, এভাবে যদি হতে থাকে আমাদের সব ক্রিকেটারেরই কদর বাড়বে ইনশাআল্লাহ।'

এতদিন সংযুক্ত আরব আমিরাতের আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্টে ব্যস্ত ছিলেন তাসকিন, মোস্তাফিজ। শারজাহ ওয়ারিয়র্সের হয়ে ৬ ইনিংসে ৯ উইকেট নিয়েছেন তাসকিন। আর দুবাই ক্যাপিটালসের জার্সিতে মোস্তাফিজের শিকার ৮ ইনিংসে ১৫ উইকেট। ঐ টুর্নামেন্টের পারফরম্যান্সে খুশি তাসকিন। এরপর এবার বিপিএল খেলে আগামী ফেব্রুয়ারিতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য যথাযথ প্রস্তুতি হয়ে যাবে মনে করেন অভিজ্ঞ এই পেসার। তিনি বলেন, 'আসলে ভালোর শেষ নেই। (আইএল টি-২০তে) যা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি প্রথমবার আইএল খেললাম। আমরা তিনজন বাংলাদেশি ছিলাম। রিশাদও বিগ ব্যাশ খেলছে। আমাদের জন্য ভালো অভিজ্ঞতা হচ্ছে। ফিজও মাশাআল্লাহ অনেক ভালো করছে। আমি হয়তো মোটামুটি ভালো করেছি। রিশাদও ভালো করছে। এটা অবশ্যই ভবিষ্যতে... আমাদের বিপিএল আছে, এটাও খেলার পর বিশ্বকাপে যখন যাব, আমাদের একটা ভালো প্রস্তুতি হচ্ছে।'