Joy Jugantor | online newspaper

আইপিএল নিলামে মারুফার ভিত্তি মূল্য ৩০ লাখ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৭, ২৫ নভেম্বর ২০২৫

আইপিএল নিলামে মারুফার ভিত্তি মূল্য ৩০ লাখ

আইপিএল নিলামে মারুফার ভিত্তি মূল্য ৩০ লাখ

আগামী ২৭ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে নারী আইপিএলের তৃতীয় আসরের নিলাম। যেখানে থাকবেন ৮৩ জন বিদেশিব ক্রিকেটার। এই তালিকায় আছনে তিন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন- পেসার মারুফা আক্তার, অলরাউন্ডার স্বর্ণা আক্তার ও স্পিনার রাবেয়া খান। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশি পেসার মারুফার ভিত্তিমূল্য ধরা হয়েছে ৩০ লাখ রুপি।

৮৭তম ক্রিকেটার হিসেবে ১৫ নম্বর সেটে আছেন তিনি। যা পেস বোলারদের দুই নম্বরে সেট।নিলামের তালিকায় শেষের দিকে নাম থাকায় প্রথম ধাপে নিলামে মারুফার নাম ওঠা একটু কঠিন। কারণ প্রথমে মাত্র ৬৭ জন ক্রিকেটারের নাম তোলা হবে। পরবর্তীতে শুরু হবে অ্যাক্সিলারেটেড রাউন্ড। সেই রাউন্ডের জন্য নিলামে না ওঠা এবং অবিক্রিতদের মধ্যে পছন্দের ক্রিকেটারদের বাছাই করবে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামের জন্য নিবন্ধন করা ২২৭ ক্রিকেটারের তালিকার শেষ ক্রিকেটার হচ্ছেন স্বর্ণা। অলরাউন্ডারদের সেটে ৬ এবং এমনিতে ৩৪ নম্বর সেটে আছেন বাংলাদেশের এই স্পিন বোলিং অলরাউন্ডার। স্বর্ণার ভিত্তিমূল্যও ৩০ লাখ রুপি।রাবেয়া অবশ্য স্বর্ণার একটু আগেই আছেন। একই সেটে থাকা রাবেয়ার সিরিয়াল নম্বর ২৩২। যার ফলে তাদের নিলামে নাম ওঠার সম্ভাবনা খুবই কম।