দেশে ফিরে আকবর বললেন, ‘সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়’
শিরোপার খুব কাছে গিয়েও হতাশ হতে হয়েছে বাংলাদেশ ‘এ’ দলকে। কাতারে রাইজিং স্টারস এশিয়া কাপ ফাইনালে সুপার ওভারে পাকিস্তান শাহীনসের কাছে হারতে হয়েছে আকবর আলীর দলকে। সুপার ওভারে প্রথম ব্যাট করতে নেমে মাত্র ৬ তুলে গুটিয়ে যায় বাংলাদেশ। এরপর বল হাতে চেষ্টা করেও সেই রান আটকাতে পারেননি পেসার রিপন মন্ডল। শেষ পর্যন্ত আরও এক ফাইনাল হারের হতাশা নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।মঙ্গলবার (২৫ নভেম্বর) রাইজিং স্টারস এশিয়া কাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। এ সময় গণমাধ্যমের মুখোমুখি হয়ে অধিনায়ক আকবর আলী বলেন, ‘সুপার ওভারে কোনো দলই অভ্যস্ত নয়, সুপার ওভার হয়ই কালেভদ্রে। টানা দুইটা ম্যাচে সুপার ওভার খেলার ঘটনা কমই ঘটে। সুপার ওভারে হাইরিস্ক শটই খেলতে হয়, অনেক সময় ক্লিক করে, অনেক সময় করে না। আমি এভাবেই দেখছি ব্যাপারটাকে।’
ফাইনালে সুপার ওভারে ব্যাটারদের কম্বিনেশন নিয়ে আকবর বলেন, ‘সুপার ওভারে সোহানকে (হাবিবুর) পাঠানো কারণ হলো পুরো টুর্নামেন্টে ও আমাদের সেরা ব্যাটার ছিল। আর সাকলাইন (আবদুল গাফফার) ওই ম্যাচে অনেক ভালো টাচে ছিল।’শিরোপা হাতছাড়া করায় হতাশা প্রকাশ করে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘প্লেয়ার, কোচিং স্টাফ থেকে সবাই একটু হতাশ, যেখান থেকে আমরা ফিরে এসেছি, এরপর সুভার ওভারে হারা সবার জন্য হতাশাজনক। চেষ্টা করেছি সর্বোচ্চটা দেওয়ার, শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সব মিলিয়ে বলতে হবে আমরা বেশির ভাগ জায়গায় ভালো ক্রিকেট খেলেছি, ফাইনাল জিততে পারলে, কোনো কোনো ম্যাচে ভুল কম করলে বলতাম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।’
