‘ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন— এর মানে এই নয় যে তারা সবাই বাংলাদেশি’
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ভারতীয় সংবাদমাধ্যমেও ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তার স্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক দৃঢ়তার নানা ঘটনা নতুন করে তুলে ধরা হচ্ছে।ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, খালেদা জিয়া ছিলেন নয়া দিল্লিকেন্দ্রিক প্রভাব ও আধিপত্যের প্রকাশ্য বিরোধী। প্রতিবেদনে তার রাজনৈতিক জীবনের একটি আলোচিত ঘটনার কথাও তুলে ধরা হয়, যেখানে তিনি সরাসরি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করেছিলেন।
ইন্ডিয়া টুডে পুনম পান্ডের লেখা ‘ইন্ডিয়া–বাংলাদেশ ডমেস্টিক পলিটিক্স’ বইয়ের উদ্ধৃতি দিয়ে জানায়, তিনবার প্রধানমন্ত্রী হলেও খালেদা জিয়া মাত্র দুইবার ভারত সফর করেন। এর মধ্যে ১৯৯২ সালে নয়াদিল্লি সফরের সময় তার সাক্ষাৎ হয় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাওয়ের সঙ্গে।ওই বৈঠকে নরসিমা রাও অভিযোগ করেন, বহু বাংলাদেশি অবৈধভাবে ভারতে বসবাস করছেন। জবাবে খালেদা জিয়া সরাসরি বলেন— “ভারতে বাঙালিরাও বাংলা বোঝেন, বাংলায় কথা বলেন—এর মানে এই নয় যে তারা সবাই বাংলাদেশি।”এই বক্তব্য ভারতীয় নীতিনির্ধারক মহলে আলোড়ন সৃষ্টি করেছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
