Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৮, ১৩ আগস্ট ২০২৫

শাজাহানপুরে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

শাজাহানপুরে আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে বগুড়ার শাজাহানপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আসর মহিউস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসায় উপজেলা বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারেজ উদ্দিন হারেজ, আবু শাহীন সানি, সাবেক সভাপতি আলী হায়দার তোতা, সহসভাপতি মঞ্জুর কাদের মন্টু, মোজাফফর চেয়ারম্যান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাই রনি, যুব বিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম, খরনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাফিজার রহমান কাজল, আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা আলম ও সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, চোপিনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার মাস্টার।

 আমরুল ইউনিয়ন আহ্বায়ক রফিকুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রাজা, মাঝিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল আরমান রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক আইয়ুব আলী, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।