Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় যুবদলের উদ্যোগে আরাফাত রহমান

কোকোর জন্ম বার্ষিকী পালিত

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২০, ১৩ আগস্ট ২০২৫

কোকোর জন্ম বার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র ক্রীড়াবিদ আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুপচাঁচিয়ায় উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়েছে।

এ উপলক্ষে ১২আগস্ট মঙ্গলবার বিকালে দলীয় কার্যালয়ে উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোস্তাক আহম্মেদ, ইব্রাহীম আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদল নেতা আবু রায়হান, উপজেলা যুবদল নেতা জাহিদ হাসান রোস্তম,পৌর যুবদল নেতা কাজী ইলিয়াছ কল্লোল।

 সবুজ শেখ, আব্দুস সালাম, আতিক হাসান, কৃষকদল নেতামোখলেছার রহমান বাবু, মুকুল হোসেন, মাহবুর রহমান মাফু, আয়েত আলী, মেহেদী হাসান মিলন, মুকুলহোসেন যুবদল নেতা রিপন প্রামানিক, আল-আমিন মন্ডল সান, ইকবাল হোসেন হিরো, আনিছুর রহমান,হুমায়ুন আহম্মেদ, জেলা ছাত্রদলের সহ ত্রান ও দুর্যোগ বিষয়ক সম্পাদক এহসানুল হক রাঙ্গা, গুনাহার ইউনিয়নছাত্রদলের সভাপতি এমরান হোসেন, চামরুল ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব মেহেদী হাসান, উপজেলাশ্রমিকদলের সভাপতি আব্দুল মজিদ প্রমুখ। এসময় বিএনপি, যুবদল, ছাত্র সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীউপস্থিত ছিলেন।