Joy Jugantor | online newspaper

ঋণ ও ক্রেডিট কার্ডের লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রত্যাহ

ডেস্ক রির্পোট

প্রকাশিত: ১৯:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২২

ঋণ ও ক্রেডিট কার্ডের লেনদেনে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা প্রত্যাহ

ফাইল ছবি।

ব্যাংকের ঋণ ও ক্রেডিট কার্ডের লেনদেনে রিটার্ন দাখিলের যে বাধ্যবাধকতা ছিল তা প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

এনবিআর এক বিশেষ আদেশে জানিয়েছে, এখন থেকে কর যোগ্য আয় না থাকা সাপেক্ষে ব্যাংকের ঋণ গ্রহণ ও ক্রেডিট কার্ডে লেনদেনে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক নয়।

রোববার (১৮ সেপ্টেম্বর) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন -১) মো. মহিদুল ইসলাম চৌধুরী সই করা বিশেষ আদেশ এ কথা জানানো হয়। 

বিশেষ আদেশে বলা হয়েছে, ১৯৮৪ সালের আয়কর অধ্যাদেশের ১৮৪এ এর উপধারা (৪)-এ প্রদত্ত ক্ষমতাবলে করারোপযোগ্য আয় না থাকা সাপেক্ষে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ এবং শিক্ষার্থী ক্যাটাগরিতে ২ লাখ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে তফসিলি ব্যাংকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়ার বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

এ সিদ্ধান্ত ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত বলবৎ থাকবে।