
বগুড়ার আদমদীঘিতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করা হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে দোয়া, আলোচনা ও খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বাদ জোহর উপজেলা যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে ছাতিয়ানগ্রাম গাজী পাতলাপীর এতিমখানা মাদরাসায় এ অয়োজন করা হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মান্নান, জেলা বিএনপি নেতা শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিখন, সান্তাহার পৌর বিএনপির সাংগঠনিক মামুনুর রশিদ, উপজেলা জিয়া পরিষদের সভাপতি মাহফুজুল হক টিকন, সাধারন সম্পাদক সাজেদুর রহমান অ্যঞ্জেল, বিএনপি নেতা মোকলেছুর রহমান, মিজানুর রহমান তালুকদার জুয়েল, তাজউদ্দীন আহমেদ, সুলতান মাহমুদ চঞ্চল, সরফরাজ হোসেন,আশরাফুল ইসলাম সরকার, সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন জীবন, আরিফুল হক রুমান, সান্তাহার পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান লিটন, যুবদল নেতা সাগর হোসেন, তামিম হোসেন, মিজানুর রহমান মিজান, আলম , জুয়েল হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, সান্তাহার পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মানিক হোসেন, সদস্য সচিব সাব্বির আহম্মেদ লিয়ন, কৃষক দলের সদস্য সচিব আবু রায়হান, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, বেলাল খান, আব্দুল কুদ্দুস, ছাত্রদলের সভাপতি মহিবুল ইসলাম শাকিব, জাহিদুল ইসলাম, বাপ্পি হাসান রাহুল, জিহাদ তালুকদার, মোহাম্মদ আলী, শাকিল হোসেন, হাসিবুর রহমান, জাহিদ হাসান, আবিদ, শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানুর রহমান, মহিলা দলের সভানেত্রী রিনা আক্তার প্রমুখ।