
শিবগঞ্জে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে অভিনব প্রচারণা
বগুড়ার শিবগঞ্জে মাদক সেবন ও ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অভিনব কৌশলে প্রচারণা চালাচ্ছে গ্রামবাসী। রোববার (১১ মে) উপজেলার রায়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সাহেরার মোড়সহ ৪টি স্থানে মাদক বিরোধী ব্যানার টাঙ্গিয়ে এমন প্রচারণা চালাচ্ছে টেপাগাড়ী গ্রামবাসী।
নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামবাসীরা বলেন, মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ ও সাধারণ মানুষকে রক্ষার জন্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলতে আমরা বাধ্য হয়ে এমন প্রচারণা চালাচ্ছি।
টেপাগড়ি গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছে পুলিশ। আমরা টেপাগাড়ী গ্রামের মাদকের বিরুদ্ধে এমন প্রচারণাকে গুরুত্বের সাথে দেখবো এবং এলাকাবাসীকে সার্বিক সহযোগিতা করবো।