Joy Jugantor | online newspaper

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আটক ৩

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫২, ১০ মে ২০২৫

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আটক  ৩

বগুড়ার শেরপুরে বিস্ফোরক মামলায় আটক ৩

বগুড়ার শেরপুরে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনজনকে
গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।

গত শুক্রবার রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুবলাগাড়ী নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দুবলাগাড়ীর মৃত জব্বার শেখের ছেলে এজাহারভুক্ত আসামি শামসুল হক (৫৩) ও শামসুল হকের ছেলে শাহীন হোসেন(২৪) এবং একই এলাকার আবুল কালামের ছেলে নাহিদ ইসলাম (২৫)। শেরপুর থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানান, গত ২ নভেম্বর ২৪ সালে রিফাতের দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।