Joy Jugantor | online newspaper

সাঘাটায় বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৭, ৯ মে ২০২৫

সাঘাটায়  বিএনপির আলোচনা  সভা অনুষ্ঠিত

গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।

৩১ দফার আলোকে রাষ্ট্র কাঠামো মেরামতের দাবিতে গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালি ইউনিয়নে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার, ০৯ মে ২০২৫ তারিখে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, এনামুল হক শিল্পী মন্ডল, গাইবান্ধা জেলা বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক আরশাদুল কবির রাঙ্গা, ফুলছড়ি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম জয়, গাইবান্ধা জেলা বিএনপি মহিলা দলের নেত্রী মুনমুন রহমান, সাঘাটা উপজেলা যুবদলের আহ্বায়ক আহমেদ কবির শাহীন, সাঘাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল, ভরতখালি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মানিক মিয়া এবং উত্তর উল্যা ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মজিদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণ ও সুশাসন প্রতিষ্ঠার জন্য ৩১ দফা বাস্তবায়নের কোনো বিকল্প নেই।