Joy Jugantor | online newspaper

শাজাহানপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০৪:৩৭, ২৭ মার্চ ২০২৩

শাজাহানপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে

বগুড়ার শাজাহানপুরে নানা আয়োজনে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। রবিবার সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর উপজেলা পরিষদের অমর বিজয় স্মৃতি স্তম্ভ ও বঙ্গবন্ধু ম্যূরালে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন,থানা পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো।  

পরে সকাল ৮ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ডেমাজানী শহীদ মোখলেছুর রহমান উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন  ও বেলুন পায়ড়া উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।

সেখানে থানা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার সদস্যসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্যারেড কুচকাওয়াজ অনুষ্ঠান, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকদের অংশগ্রহণে খেলাধুলা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসনের  দিনব্যাপী কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদা খানম এর সভাপতিত্বে বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে অনুষ্ঠানে অংশ গ্রহন করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য একেএম আছাদুর রহমান দুলু।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, সহকারী কমিশনার ভূমি শানজিদা মোস্তারী, থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) জাহিদুল হক আরজু।

এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতারব হোসেন,আমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বিমান,সরকারি কমরউদ্দিন কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম শফিকুত তারিক,শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি সাজেদুর রহমান সবুজ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা হয়রত আলী, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, বীর মুক্তিযোদ্ধা নীরন্দ্র মোহন সাহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম ফজলুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, আওয়ামী লীগ নেতা ছানাউল হক,মোমিনুল হক মুক্তা, আব্দুল ওয়াদুদ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকাল ৪ টায়  উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, ইফতার মাহফিল ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক নেতৃত্ব এবং দেশের উন্নয়ন শীর্ষক আলোচনা সভার  আয়োজন করেন উপজেলা প্রশাসন।