Joy Jugantor | online newspaper

ভূমিহীন ও গৃহহীন মুক্ত ধুনট 

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০০:০৭, ২৩ মার্চ ২০২৩

ভূমিহীন ও গৃহহীন মুক্ত ধুনট 

ছবি- জয়যুগান্তর।

চতুর্থ পর্যায়ের ২৮টি ঘর হস্তান্তরের মধ্যদিয়ে বগুড়ার ধুনট উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘোষণা দেন। 

এ উপলক্ষ্যে ধুনট উপজেলা পরিষদের ইছামতি হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত।

অনুষ্ঠানে বক্তব্যে রাখেন বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক দিনেশ সরকার, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, পপি রানী পোদ্দার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, আওয়ামীলীগ নেতা শফিকুল ইসলাম, গোলাম সোবহান, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম ও চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু।

ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ১ম পর্যায়ে ১০১টি, ২য় পর্যায়ে ১২০টি, তৃতীয় পর্যায়ে ১৫০টি এবং চতুর্থ পর্যায়ে ২৮টিসহ মোট ৩৯৯টি ঘর হস্তান্তর করা হয়েছে।