Joy Jugantor | online newspaper

পরীক্ষা খারাপ হওয়ায় বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ০১:৫০, ২৫ সেপ্টেম্বর ২০২২

পরীক্ষা খারাপ হওয়ায় বগুড়ায় এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

সিয়াম (ফাইল ছবি)।

বগুড়ার সারিয়াকান্দিতে পদার্থবিজ্ঞান পরীক্ষা খারাপ দেওয়ায় ১৬ বছর বয়সী সিয়াম নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার দুপুর ৩টার দিকে উপজেলার বালুয়াহাটা এলাকায় নিজ বাড়িতে শোবার ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে।

সিয়াম সারিয়াকান্দি সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ছাত্র ও পৌর এলাকার বালুয়াহাটের গোল্ডেন মিয়ার ছেলে।
বিষয়গুলো নিশ্চিত করেছেন সারিয়াকান্দি থানা পুলিশের ওসি রাজেস চক্রবর্তী।

তিনি জানান, সিয়াম এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শনিবার তার পদার্থবিজ্ঞান বিষয়ে পরীক্ষা ছিল। এই পরীক্ষায় সে এমসিকিউ ভালো দিতে পারেনি। সিয়ামের বাবা-মা বিষয়টি জানার পর তাকে বকাঝকা করেন। এজন্য সে দুপুরে নিজ শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। 

ওসি রাজেস চক্রবর্তী আরও জানান, এ বিষয়ে থানায় ইউডি মামালা দায়ের করা হবে।