
হাডুডু খেলা অনুষ্ঠিত।
বগুড়ায় সমাজ কল্যাণ সংগঠনের আয়োজনে ঐতিহ্যবাহী হাডুডু খেলা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে শহরের ১৯ নম্বর ওয়ার্ডের খামারকান্দি মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়৷
খেলায় অংশগ্রহণ করেন স্থানীয়দের নিয়ে গড়া সমাজ কল্যাণ সংগঠন ও বন্ধু গ্রুপ। এতে বন্ধু গ্রুপকে হারিয়ে আয়োজক দল সমাজ কল্যাণ সংগঠন জয় লাভ করেন।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ রোকনুজ্জামান সোহাগ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজিবুল ইসলাম খান।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ সংগঠনের সভাপতি খায়রুল ইসলাম রকি, সহ-সভাপতি সাদেক আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ও আজমিনুর রহমান।