চলতি সপ্তাহে পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করতে পারে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চলতি সপ্তাহে দেশি-বিদেশি পর্যবেক্ষক নীতিমালা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (১২ জুলাই) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এই তথ্য জানিয়েছেন।তিনি বলেন, ইতিমধ্যে নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। চলতি সপ্তাহে প্রকাশ করা হতে পারে।দেশি পর্যবেক্ষক নীতিমালায় শিক্ষাগত যোগ্যতার শর্ত এসএসসি থেকে বাড়িয়ে এইচএসসি করা হচ্ছে। আর সব আগের মতোই থাকছে বলে জানা গেছে।এছাড়া বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে অতীতের তিন নির্বাচন নিয়ে সাফাইকারীদের এবার সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি।আগামী ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে ভোটের জন্য সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। তার অংশ হিসেবে পর্যবেক্ষক নীতিমালাও সংশোধন করা হচ্ছে।