Joy Jugantor | online newspaper

বগুড়ায় একদিনে দুই লাশ উদ্ধার

কাহালু (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩৪, ১৫ আগস্ট ২০২২

আপডেট: ১৮:৪৪, ১৫ আগস্ট ২০২২

বগুড়ায় একদিনে দুই লাশ উদ্ধার

বগুড়ার মানচিত্র।

বগুড়ার কাহালুতে একদিনে এক গৃহবধূসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার সকালে নিজ নিজ বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন উপজেলার চকসুদাম কয়ারপাড়া গ্রামের মনিরুল ইসলাম (২১)। মনিরুল ওই গ্রামের মোজাফ্ফরের ছেলে। পেশায় তিনি রঙ মিস্ত্রি ছিলেন। মৃত মনিরুল মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অন্যজন হলেন হাবিবা বেগম (২০)।হাবিবা ওই উপজেলার পানদিঘী গ্রামের রিপনের স্ত্রী। তার লাশের পাশে একটি চিরকুট পাওয়া যায়। চিরকুটে। চিরকুটে মৃতের স্বামীকে বলা হয়েছে তুমি আরেকটা বিয়ে করো। সন্তানকে তার নানীর কাছে রেখো-এমনটাই বলেছেন কাহালু থানার ওসি মো. আমবার হোসেন।

মৃত মনিরুলের বাবা জানান, রাতে একসঙ্গে খাবার খেয়ে নিজ ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে মনিরুল। সকালে তার ঘরে গিয়ে তাকে মৃত পাওয়া যায়।  এবিষয়ে আমাদের কোনো অভিযোগ নেই।

মনিরুলের লাশ উদ্ধারের সময় তার গলার বামপাশে কালো দাগ দেখতে পান পুলিশ সদস্যরা। এ বিষয়ে মৃতের স্বজনরা জানিয়েছেন এটি মনিরুলের জন্মগত দাগ। 

এদিকে, খবর পেয়ে সোমববার সকালে উপজেলার পানদিঘী গ্রাম থেকে গৃহবধূ হাবিবার লাশ উদ্ধার করে পুলিশ। পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। মৃতের লাশের পাশ থেকে একটি চিরকুট পাওয়া যায়। 

কাহালু থানার ওসি মো. আমবার হোসেন জানান, দুইজনের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ময়নাতদন্ত করা হয়েছে। থানায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা করা।