Joy Jugantor | online newspaper

বগুড়ায় যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  

প্রকাশিত: ১৬:১০, ৭ আগস্ট ২০২২

আপডেট: ১৬:১১, ৭ আগস্ট ২০২২

বগুড়ায় যৌন হয়রানি প্রতিরোধে ওরিয়েন্টেশন সভা

ওরিয়েন্টেশন সভা।

বগুড়ায় হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী কর্মক্ষেত্রে যৌন হয়রানী প্রতিরোধে অভিযোগ কমিটির  ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

কমব্যাটিং জেন্ডার বেইজড ভায়োলেন্স ( সিজিবিভি) প্রকল্পের আওতায় বাস্তবায়ন সংস্থা গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) আয়োজনে  ক্রিশ্চিয়ান এইড ও ইউএন ওমেন এর সহযোগীতায় রোববার দিনব্যাপী বনানী এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

ওরিয়েন্টেশনে সভায় আলোচনা করেন বগুড়া জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক আতিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার লায়লুন নাজমা, সিজিবিভি প্রকল্পের সমন্বয়কারী (জিবিএস) সোহেলিয়া আকতার, প্রকল্পের প্রজেক্ট অফিসার (জিবিএস) খালেদা ফেরদৌসী, আউট অব স্কুল চিলড্রেন এডুকেশনের শাজাহানপুর উপজেলা প্রোগ্রাম ম্যানেজার মিজানুর রহমান প্রমুখ। 

ওরিয়েন্টেশনে কর্মক্ষেত্রে যৌন হয়রানী রোধে অভিযোগ কমিটির করনীয় সম্পর্ক বিস্তারিত আলোচনা করা হয়। সভায় জেলার সরকারি-বেসরকারী বিভিন্ন দপ্তরে যৌন হয়রানী প্রতিরোধ কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।