Joy Jugantor | online newspaper

ঝালকাঠির রাজাপুরে ৫০০ টাকার বাজিতে ১০১ বার খালে ডুব,

ঠান্ডায় প্রাণ গেল বৃদ্ধের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩০, ২৫ ডিসেম্বর ২০২৫

ঠান্ডায় প্রাণ গেল বৃদ্ধের

ঝালকাঠির রাজাপুরে ৫০০ টাকার বাজিতে ১০১ বার খালে ডুব, ঠান্ডায় প্রাণ গেল বৃদ্ধের

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নে পাঁচশত টাকার বাজি ধরে খালে ১০১ বার ডুব দেওয়ার পর মো. বাবুল মোল্লা (৫৫) নামে  বৃদ্ধের মৃত্যু হয়েছে। অতিরিক্ত ঠান্ডার কারণে ‘হাইপোথারমিয়া’ হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এই ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে ওই উপজেলার বড়ইয়া কাচারিবাজার সংলগ্ন খালে এ ঘটনা ঘটে। বাবুল মোল্লা নামে ওই ব্যক্তি বড়ইয়া ইউনিয়নের পালট গ্রামের মো. আনসার আলী মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে বড়ইয়া কাচারিবাজারের একটি চায়ের দোকানে আড্ডার এক পর্যায়ে শীত নিয়ে কথাবার্তা হয়। এ সময় ‘বাবুল মোল্লা শীতে কাঁপেন না’ বলে মন্তব্য করলে উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে কয়েকজন ৫০০ টাকা বাজিতে তাকে খালে ডুব দেওয়ার প্রস্তাব দেন। পরে তিনি খালে নেমে ১০১ বার ডুব দেন। ডুব শেষে তীরে উঠে অতিরিক্ত ঠান্ডায় তিনি অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল হালদার জানান, অতিরিক্ত ঠান্ডার কারণে হাইপোথারমিয়া হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।রাজাপুর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।