Joy Jugantor | online newspaper

বগুড়ায় ১৫০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক ও সহকারী গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক  

প্রকাশিত: ২৩:৪৭, ২৮ মার্চ ২০২৩

বগুড়ায় ১৫০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক ও সহকারী গ্রেপ্তার 

ছবি- জয়যুগান্তর।

বগুড়ার শেরপুরে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে উপজেলার ছনকা বাজার থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার আব্দুস সালামের ছেলে ট্রাকচালক ফরিদুল ইসলাম (২২) ও তার সহকারী শাহীনুল ইসলামের ছেলে আশিক আলী (২১)। 

র‍্যাব-১২ সিরাজগঞ্জ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে শেরপুরের ছনকা বাজারে অভিযান চালানো হয়। এই সময় লালমনিরহাট থেকে আসা গাজীপুর গামী ট্রাক ( ঢাকা মেট্রো-ট ২২-০৩৪৪) তল্লাশি চালিয়ে চালকের ছিটের পেছনে থাকা একটি বাস্তায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। 

র‍্যাব-১২ সিরাজগঞ্জ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সিনিয়র সহকারি পুলিশ সুপার) এরশাদুর রহমান জানান,  গ্রেপ্তার ট্রাকচালক ও তার সহকারী দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সিরাজগঞ্জ ও বগুড়াসহ বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।