বগুড়ায় জুয়ার টাকা লেনদেনে বিরোধ, যুবককে ডেকে নিয়ে খুন
বগুড়ায় অনলাইন জুয়ার টাকা লেনদেন নিয়ে বিরোধের জেরে মো. রাসেল (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার(১৩ আগষ্ট) রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় এ ঘটনা ঘটে।নিহত রাসেল একই এলাকার মো. আবু বক্করের ছেলে। নিহত ও অভিযুক্ত তারা দুজনেই শহরের বেসরকারি পৃথক দুটি প্রতিষ্ঠানে চাকরি করতো। ঘটনায় জড়িত সন্দেহে কিশোর ঢাকায় পালিয়ে যাওয়ার পথে সিরাজগঞ্জ রোড থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে স্থানীয় এক কিশোর রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ওই কিশোর রাসেলের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ শজিমেক মর্গে রাখা হয়েছে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মনজুর বলেন, প্রাথমিকভাবে জানা গেছে— অনলাইন জুয়ার টাকা লেনদেন নিয়ে রাসেলের সঙ্গে কিশোরের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে। আটক কিশোর পুলিশের কাছে তা স্বীকার করেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু গ্রেপ্তার কিশোরের দেখানো স্থান থেকে পুলিশ উদ্ধার করেছে।তিনি আরও জানান, গ্রেপ্তার কিশোরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।