Joy Jugantor | online newspaper

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৩, ১৮ এপ্রিল ২০২২

শ্রীমঙ্গলে চা নিলাম কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

চা নিলাম কেন্দ্রে আগুন নেভাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের চা নিলাম কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আনে। কেন্দ্রটিতে থাকা এসি থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। 

সোমবার( ১৮ এপ্রিল) সকাল ১১ টায় জাতীয় চা নিলাম কেন্দ্র ও টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স কর্পোরেশন অব বাংলাদেশের অফিসে এ ঘটনা ঘটে। 

টি প্লান্টার্স অ্যান্ড ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জহর তরফদার জানান, এই মাসের ২৭ তারিখে বছরের প্রথম চা নিলামের জন্য কর্মপরিকল্পনা করতে তারা সভায় বসেছিলেন। এ সময় হঠাৎ করে এসিতে আগুন ধরে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এমন ঘটনা ঘটেছে। আগুনে চারটি এসি ও কম্পিউটারসহ আসবাবপত্র পুড়ে গেছে। 

শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের সহকারী স্টেশন ম্যানেজার আব্দুল কাদির জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আশঙ্কা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।