Joy Jugantor | online newspaper

মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৫৩, ২৮ ডিসেম্বর ২০২৫

মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ

মিয়ানমারে জান্তা পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ

মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৪টা পর্যন্ত এই ভোটগ্রহণ চলে বলে জানা গেছে।এএফপি জানিয়েছে, তাদের একজন সাংবাদিক বলেছেন, এক মাসব্যাপী ভোটের প্রথম পর্বের সমাপ্তি হয়েছে। এই ভোটকে গণতন্ত্র পর্যবেক্ষকরা 'সামরিক শাসনকে পুনঃনামকরণের একটি চক্রান্ত' হিসাবে বর্ণনা করেছেন।এর আগে জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং দাবি করেন, দেশটিতে চলমান জাতীয় নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ হচ্ছে।আজ রোববার রাজধানী নেপিডোতে নিজের ভোট দেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হ্লাইং।

তিনি বলেন, আমরা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিচ্ছি। এটি সামরিক বাহিনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হচ্ছে। আমরা আমাদের নাম কলঙ্কিত হতে দিতে পারি না।এ দিন সকাল থেকেই কঠোরভাবে নিয়ন্ত্রিত এই জাতীয় নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকেই ব্যাপক সহিংসতা ও অস্থিরতার মধ্যে রয়েছে। ওই অভ্যুত্থানে নোবেল শান্তি পুরস্কারজয়ী অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী।জাতিসংঘের মতে, চলমান গৃহযুদ্ধের পাশাপাশি একের পর এক প্রাকৃতিক দুর্যোগ—বিশেষ করে চলতি বছরের মার্চে সংঘটিত শক্তিশালী ভূমিকম্প—দেশটির মানবিক পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।