গাজায় শক্তিশালী ঝড়ে হাজার হাজার তাঁবু প্লাবিত, একজন নারী নিহত
গাজা উপত্যকায় ঝড়ের কারণে একটি ভবন ধসে একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন। সেই সঙ্গে অঞ্চলজুড়ে বাস্তুচ্যুত হাজার হাজার তাঁবু অলাবিত হয়েছে।চিকিৎসকরা জানিয়েছেন, রোববার (২৮ ডিসেম্বর) শহরের আল-রিমাল এলাকায় ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি বাড়ির দেয়াল ৩০ বছর বয়সী এক নারীর তাঁবুর ওপর পড়ে যায়। এতে তার পরিবারের বেশ কয়েকজন সদস্য আহত হন।আনাদোলুর একজন সংবাদদাতা এবং প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, গত রাত থেকে ভারী বৃষ্টিপাত এবং তীব্র বাতাসের কারণে গাজাজুড়ে হাজার হাজার বাস্তুচ্যুত তাঁবু প্লাবিত হয়েছে এবং উপড়ে পড়েছে।
শহরের দক্ষিণে খান ইউনিসের সমুদ্র সৈকতে স্থাপিত বাস্তুচ্যুত মানুষের জন্য শত শত তাঁবুও নিম্নচাপের কারণে উত্থিত সমুদ্র ঢেউয়ে প্লাবিত হয়।২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলি হামলার শিকার অঞ্চলটিতে হাজার হাজার মানুষ জীর্ণ তাঁবুতে অথবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত উচ্চ-ঝুঁকিপূর্ণ ভবনে বসবাস করছেন। তীব্র আবহাওয়ার পরিস্থিতি বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য বড় বিপদ ডেকে আনছে।প্রসঙ্গত, গাজায় ইসরায়েলি নৃশংস হামলায় নিহতের সংখ্যা ৭১ হাজার ২০০ জন ছাড়িয়ে গেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছে আরও ১ লাখ ৭১ হাজার ২০০ জনেরও বেশি। এই হামলায় গাজাও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
