
জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বগুড়ায় ১৭৮ জন প্রশিক্ষিত যুব-যুবনারীর মাঝে দুই কোটি চৌদ্দ লক্ষ ষাট হাজার টাকা যুব ঋণের চেক বিতরণ করাহয়। মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ১১টায় শহরের তিনমাথা যুব উন্নয়ন অধিদপ্তরেরহলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরআগে বেলা সাড়ে ১০টায় প্রযুক্তিনির্ভর যুব শক্তি-বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদ্যে দিবসটিরউদ্বোধন করা হয়।
এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক মোঃ তোছাদ্দেক হোসেন এর সভাপতিত্বেএতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। বিশেষঅতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পল্লী উন্নয়নএকাডেমী বগুড়ার যুগ্ম পরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রমানিক, টেনসএগ্রো লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মোঃ মেহেদী হাসানপাঠান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন যুব-উন্নয়ন অধিদপ্তর বগুড়ার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুবনারীরা।
এদিন যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গনে জুলাই গণঅভ্যুথানের বীর শহীদদের স্মরণে৩৬টি বৃক্ষ রোপণ করা হয়। অনুষ্ঠানে জাতীয় কাবাডি (নারী ও পুরুষ)চ্যাম্পিয়ানশিপ-২০২৫ এর পদ্মা জোনের ৮টি জেলার মধ্যে চ্যাম্পিয়ান হওয়ায় বগুড়াজেলার নারী ও পুরুষ দলকে সংবর্ধনা দেওয়া হয়। যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়া জেলাকার্যালয়ের আওতায় ১২টি উপজেলায় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক ট্রেডে৮৯ জন পুরুষ ও ৮৯ জন প্রশিক্ষিত যুব-যুবনারীর মাঝে যুব ঋণের চেক বিতরণ করাহয়।
অনুষ্ঠানে প্রশিক্ষণের সনদপত্র ও যুব সংগঠনের মাঝে নিবন্ধন সনদ প্রদান করাহয়। জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীর মাঝে সম্মাননা স্মারক প্রদানকরা হয়। এছাড়া ৫-১২ আগস্ট দেশে ডেঙ্গু প্রার্দুভাবের প্রেক্ষিতে এডিস মশানির্মূলে যুবদের অংশগ্রহণে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।একই সাথে যুবদের ক্রীড়া প্রতিযোগিতা মাদক বিরোধী ও শান্তি শৃংখলাউন্নয়নে জনসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়।