ইয়েমেনে ৯০ দিনের জরুরি অবস্থা জারি, সমস্ত বন্দর অবরোধের ঘোষণা
ইয়েমেনের পূর্বাঞ্চলীয় হাদরামাউত এবং মাহরা প্রদেশে বিচ্ছিন্নতাবাদী দক্ষিণ ট্রানজিশনাল কাউন্সিলকে (এসটিসি) সমর্থন জানানোর পাশাপাশি প্রচুর পরিমাণে অস্ত্র এবং যুদ্ধযান পাঠাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এ অবস্থায় ইয়েমেনে দেশব্যাপী ৯০ দিনের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জারি করা সরকারি ডিক্রিতে বলা হয়েছে, '৩০ ডিসেম্বর থেকে প্রজাতন্ত্রে ৯০ দিনের জরুরি অবস্থা কার্যকর হচ্ছে, যার মেয়াদ বৃদ্ধি করা সম্ভব।'ইয়েমেনি প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের চেয়ারম্যান রাশাদ আল-আলিমি টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, '২৪ ঘণ্টার মধ্যে সমস্ত আমিরাতের বাহিনীকে ইয়েমেনির সমস্ত ভূখণ্ড থেকে সরে যেতে হবে।'
সেই সঙ্গে ইয়েমেনের আল-আলিমি সমস্ত বন্দর, বিমানবন্দর ও সীমান্ত ক্রসিংয়ে ৭২ ঘণ্টার জন্য বিমান, সমুদ্র এবং স্থল অবরোধের ঘোষণাও দেওয়া হয়েছে।ডিক্রিতে বিচ্ছিন্নতাবাদী এসটিসি'র সঙ্গে সংযুক্ত হাদরামাউত এবং আল-মাহরাহ প্রদেশের সামরিক ইউনিটগুলোকে 'সৌদি নেতৃত্বাধীন জোটের কমান্ডের সঙ্গে সম্পূর্ণ সমন্বয় সাধন করতে' নির্দেশ দেওয়া হয়েছে। কোনো সংঘর্ষ ছাড়াই, অর্থাৎ শান্তিপূর্ণভাবে অবিলম্বে তাদের নির্ধারিত অবস্থান এবং শিবিরে ফিরে যেতে ও হোমল্যান্ড শিল্ড ফোর্সেসের কাছে সমস্ত অস্ত্র-শস্ত্র হস্তান্তর করার নির্দেশ দেওয়া হয়েছে।
গত ৯ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের অনুগত এসটিসি'র চেয়ারম্যান আইদারুস আল-জুবাইদি ইয়েমেনের হাদরামাউত এবং আল-মাহরাহ গভর্নরেটের নিয়ন্ত্রণ দখলের ঘোষণা দেন।সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় বিচ্ছিন্নতাবাদীদের কর্মকাণ্ডকে অযৌক্তিক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করেছে এবং এসটিসিকে দুটি গভর্নরেট থেকে তাদের বাহিনী প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।২৭ ডিসেম্বর সন্ধ্যায় একটি সরকারি সূত্র সাবা সংবাদ সংস্থাকে জানিয়েছে, ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল বিচ্ছিন্নতাবাদীদের হাত থেকে হাদরামাউতের জনসংখ্যাকে রক্ষা করার জন্য সৌদি নেতৃত্বাধীন জোটের কাছ থেকে সামরিক সহায়তার অনুরোধ করেছেন।
