Joy Jugantor | online newspaper

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পূজা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৬, ২৫ নভেম্বর ২০২৫

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করেছেন কণ্ঠশিল্পী পূজা

বিয়ে করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা, পাত্রের নাম শুভংকর সেন। সোমবার (২৪ নভেম্বর) বিবাহবন্ধনে আবন্ধ হয়েছেন তারা।বিয়ের নিশ্চিত করে পূজা বলেন, গত একবছর ধরে তাদের পরিচয়, বন্ধুত্ব। পারিবারিকভাবে বিয়ে হয়েছে। তাদের জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন পূজা। পূজার স্বামী শুভংকর সেন পেশায় একজন মডেল এবং চাকরিজীবী।

বাঁধন সরকার পূজা দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী। তার গাওয়া ১০টিরও বেশি গানের ভিউ কোটির ঘর ছাড়িয়েছে। সেই গানের তালিকায় রয়েছে- তুমি দূরে দূরে আর থেকো না, সাত জনম, এত কাছে, চুপি চুপি, একটাই তুমি, তোমার আমার ভালোবাসা, তুমি ছাড়া, কেন বারে বারে, মানে না মন, মিউজিক তোমায় ছেড়ে।