
গরু সহ চার জন চোর গ্রেপ্তার ।
সিরাজগঞ্জে পিকআপে করে নিয়ে যাওয়ার সময় ৪টি গরুসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। এই ৪ জনই গরু চোর বলে জানিয়েছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন, বগুড়ার শাজাহানপুরের চন্ডিবর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৬), সিরাজগঞ্জের রায়গঞ্জের রামকৃষ্ণপুর কোদলা গ্রামের মৃত সোনা মন্ডলের ছেলে আক্তার মন্ডল (৫০), সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের ফরিদুল শেখের ছেলে সবুজ শেখ (২৮) ও টাঙ্গাইলের তেজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সাদেকুল ইসলাম (৪৫)।
রোববার (৭ আগস্ট) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, শনিবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল-চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪টি গরুসহ ৪ জনকে আটক করা হয়।
ওসি মোসাদ্দেক হোসেন জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহাসড়কে রাতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপে থাকা চোররা পালানোর চেষ্টা করে। পরে পুলিশ দ্রুত গিয়ে তাদের আটক করে। এ সময় তাদের
কাছ থেকে ৪টি গরু উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ঢাকা নেওয়ার জন্য বগুড়া থেকে গরুগুলো পিকআপে তোলেন তারা। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।