Joy Jugantor | online newspaper

মাদারীপুরে ইজিবাইক চালক হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৪:৩৯, ১৫ ফেব্রুয়ারি ২০২১

মাদারীপুরে ইজিবাইক চালক হত্যায় দুই ভাইয়ের মৃত্যুদণ্ড

প্রতীকী ছবি।

মাদারীপুরে ইজিবাইক চালক সুলতান বেপারী হত্যায় দুই ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।সোমবার জেলা দায়রা জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই জন হলেন রাজৈর উপজেলার সুতারকান্দি গ্রামের জনি বেপারী ও তার ছোট ভাই শরীফুল বেপারী।

জেলার সরকারি কৌঁসুলি সিদ্দিকুর রহমান জানান, সুলতান হত্যায় চার আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক দুই জনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারক। মামলার অপর দুই আসামি অপ্রাপ্তবয়স্ক হওয়ায় শিশু আদালতে তাদের বিচার চলছে।

মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে সিদ্দিকুর রহমান বলেন, উচ্চ আদালতে এই রায় বহাল থাকবে বলে আশা করছি।

মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের ২৯ এপ্রিল রাতে সুলতানের ইজিবাইকে ওঠে জনি ও শরীফুলসহ চার আসামি। মাদারীপুর সদর উপজেলার আশাপাট গ্রাম থেকে কালীর বাজার যাওয়ার পথে সুলতানকে হত্যা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তারা। এ সময় জনি ও শরীফুলকে ধরে ফেলে স্থানীয়রা।

এ ঘটনায় সুলতানের স্ত্রী হাফিজা বেগম পরদিন মাদারীপুর সদর থানায় মামলা করেন।