
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন রবিবার শুরু হবে। এ দিন দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা।
রবিবার (৫ জানুয়ারি) থেকে শুরু হওয়া এ আবেদন প্রক্রিয়া চলবে আগামী ১৫ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ, বি এবং সি তিনটি ইউনিটের ভর্তিতে প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে।শনিবার (৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা গেছে, বিগত বছরের ন্যায় এ বছরও তিনটি ইউনিটে (মানবিক ‘এ’, ব্যবসা ‘বি’, ও বিজ্ঞান ‘সি’) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৫৫ টাকা অনলাইনে পরিশোধ করে প্রাথমিক আবেদন সম্পন্ন করতে পারবেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।
ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে ভর্তি আবেদনের শর্তে বলা হয়েছে, মানবিক শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে।বাণিজ্য শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.০০ সহ মোট জিপিএ ৭.০০ পেতে হবে। বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণ আবেদনকারীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান- উভয় পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ মোট জিপিএ ৮.০০ পেতে হবে।
জিসিই 'ও' লেভেল পরীক্ষায় পাঁচটি বিষয়ে এবং 'এ' লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে এবং উভয় লেভেলে মোট সাতটি বিষয়ের মধ্যে চারটি বিষয়ে কমপক্ষে বি গ্রেড এবং তিনটি বিষয়ে কমপক্ষে সি গ্রেড পেতে হবে।ও লেভেল, এ লেভেল এবং ইংলিশ ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীদের প্রশ্ন প্রযোজ্য ক্ষেত্রে ইংরেজিতে অনুবাদ করা হবে।ইংরেজি প্রশ্নপত্রে পরীক্ষা দিতে ইচ্ছুক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনকালে অনলাইনে থাকা সংশ্লিষ্ট অপশনটি অবশ্যই পূরণ করতে হবে।
আবেদনকারী যে ইউনিটেই আবেদন করুন না কেন, তিনি যে শাখা থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, সে শাখার জন্য নির্ধারিত যোগ্যতা তার ক্ষেত্রে প্রযোজ্য হবে।প্রাথমিক যাচাই-বাছাই শেষে চূড়ান্ত আবেদন ২১ জানুয়ারি শুরু হবে এবং চার ধাপে ৭ ফেব্রুয়ারি শেষ হবে।অনলাইনে চূড়ান্ত পর্যায়ে আবেদনের ক্ষেত্রে বিজ্ঞান ও মানবিক ইউনিটে ১ হাজার ৩২০ টাকা এবং ব্যবসা ইউনিটে ১ হাজার ১০০ টাকা ফি দিতে হবে।দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকায় ২০২৩ ও ২০২৪ সালের মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সব ইউনিটে যোগ্যতা অনুযায়ী আবেদন করতে পারবেন।এবারের ভর্তি পরীক্ষা আগামী ১২, ১৯ এবং ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষায় প্রতি ইউনিটে ৯২ হাজার করে ভর্তিচ্ছু অংশগ্রহণ করতে পারবেন।ভর্তি পরীক্ষার প্রশ্নের মানবন্টনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, ১০০ নম্বরের MCQ (বহুনির্বাচনি) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় হবে ১ ঘন্টা। পরীক্ষায় প্রতিটি ইউনিটে ৮০টি প্রশ্ন থাকবে। পরীক্ষায় নেগেটিভ মার্কিং প্রযোজ্য হবে। প্রতি ৪টি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। ভর্তি পরীক্ষায় পাশ নম্বর ৪০।এ ছাড়া ইউনিট/ বিভাগ/ ইনস্টিটিউট কর্তৃক আরোপিত শর্ত প্রযোজ্য হবে।আবেদনকারীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.ru.ac.bd/ এ প্রকাশিত নিয়মাবলী অনুসরণ করে সংশ্লিষ্ট ইউনিটে অনলাইনে প্রাথমিক আবেদন করতে হবে।