Joy Jugantor | online newspaper

বগুড়ায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৩৮, ২০ মার্চ ২০২৩

বগুড়ায় ট্রাকচাপায় ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত

প্রতীকি ছবি।

বগুড়ার দুপচাঁচিয়ায় ট্রাকচাপায় সাদ্দাম হোসেন (৩৭) নামের এক ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কে পৌর এলাকার মেইল বাসস্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে।

সাদ্দাম হোসেন সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার কুড়াইল গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। তিনি বগুড়া শহরে ওষুধ কোম্পানি ইউনিমেড-ইউনিহেলথে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।

দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোসাদ্দেক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশের এ কর্মকর্তা জানান , সাদ্দাম হোসেন দুপচাঁচিয়া হাসপাতাল রোড থেকে মটরসাইকেলে থানা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। এসময় আক্কেলপুরগামী একটি ট্রাক সাদ্দাম হোসেনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে দুর্ঘটনার খবর জানানো হয়েছে। তারা আসলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।