Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ১১:৫৫, ২০ সেপ্টেম্বর ২০২১

আদমদীঘিতে স্ত্রীর সঙ্গে কলহের জেরে স্বামীর আত্মহত্যা

বগুড়ার আদমদীঘি উপজেলায়  স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে স্বামী গোলাম মোস্তফা (৪২) বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেছেন। মোস্তফা উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির ছোট আখিড়ার মৃত মকবুল হোসেনের ছেলে। 

এ ঘটনায় সোমবার সকালে থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা যায়, দুই সন্তানের জনক প্রবাস ফেরত মোস্তফা অর্থ সংকটে পরে উপজেলার সান্তাহারে একটি খেলা ঘর দোকানে কর্মচারী হিসেবে চাকরী নেন। এমন পরিস্থিতিতে তার স্ত্রী আসমার সঙ্গে পারিবারিক কলহের জেরে সান্তাহার খাড়িরব্রিজ কবরস্থানে বসে বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন করে পরিবারের লোকজনদের মুঠোফোনে জানান ‘আমি বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়েছি আমাকে বাঁচাও’ পরিবারের লোকজন ছুটে এসে তাকে গুরুত্বর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার মধ্যরাতে তিনি মারা যান।

 আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, লাশটি ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে