মঙ্গলবার সন্ধ্যায় বগুড়া শহরের কলোনী সংগঠন কার্যালয়ে সাধারণ সম্পাদক রনজু ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বগুড়ায় নন্দন শিল্পি গোষ্ঠীর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে প্রস্তুতিমূলক সভা করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলোনী সংগঠন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মতিয়ার রহমান বাবলু। নন্দন শিল্পি গোষ্ঠীর সাধারণ সম্পাদক রনজু ইসলামের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা খলিলুর রহমান চৌধুরী, সহ-সভাপতি আমিনুল হক আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক সুচন্দন সরকার চন্দন, সাংগঠনিক সম্পাদক শ্রী বাসুবেদ চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক মামুনুর রশিদ মামুন, কোষাধ্যক্ষ মতিউর রহমান মতি, কার্যনির্বাহী সদস্য হাসান আলী, নূরুল ইসলাম নূরু, তাহেরা জামান লিপিসহ প্রমুখ।
সভায় বক্তারা প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া সংগঠনের সাধারণ সম্পাদক রনজু ইসলাম বিগত দিনে সংগঠনের বিভিন্ন দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানায় নন্দন শিল্পি গোষ্ঠীর প্রতিষ্ঠাতাসহ সভাপতি ও কার্যনির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দ।