Joy Jugantor | online newspaper

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৫, ৮ মার্চ ২০২১

সিরাজগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার ১

ফেন্সিডিলসহ গ্রেফতার হওয়া জুয়েল।

সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় মাদক বিরোধী অভিযানে ৯৮ বোতল ফেন্সিডিলসহ জুয়েল মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাপিট এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)।

সোমবার সকালে উপজেলার হাটিরকুমরুল খাঁন আবাসিক হোটেল এলাকা থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মুঠোফোন ও দুটি সিমকার্ড জব্দ করা হয়েছে। গ্রেফতার জুয়েল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জহির আলীর ছেলে।

র‌্যাব-১২ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুয়েল পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সলঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।