Joy Jugantor | online newspaper

ভাঙ্গায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২০:১০, ১৩ জুলাই ২০২৫

ভাঙ্গায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গায় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় রনি মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রনি মিয়া ওই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে। তিনি দরগা বাজারে আখের রস বিক্রির ব্যবসা করতেন।নিহতের স্ত্রী ইমা আক্তার জানান, দশ বছর আগে আমাদের বিয়ে হয়। এরপর থেকে বাবার দেওয়া বাড়িতে স্বামী-স্ত্রী একসঙ্গে বসবাস করছিলাম। আমাদের ঘরে তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। গত রাতে একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে পাশের কক্ষে গিয়ে দেখি ঘরের আড়ার সঙ্গে রনির মরদেহ ঝুলছে। চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসে এবং পরে পুলিশকে খবর দেওয়া হয়।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।এ বিষয়ে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় রনি মিয়ার মরদেহ উদ্ধার করি এবং ময়নাতদন্তের জন্য ফরিদপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হচ্ছে।