Joy Jugantor | online newspaper

খেলা দেখতে গিয়েছিলেন,

এক মুহূর্তের ঝলকেই পেয়ে গেলেন ১ কোটি ৪৬ লাখ টাকা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:২২, ২৮ ডিসেম্বর ২০২৫

এক মুহূর্তের ঝলকেই পেয়ে গেলেন ১ কোটি ৪৬ লাখ টাকা

খেলা দেখতে গিয়েছিলেন, এক মুহূর্তের ঝলকেই পেয়ে গেলেন ১ কোটি ৪৬ লাখ টাকা

গত শুক্রবার পর্দা উঠেছে সাউথ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ-টোয়েন্টির চতুর্থ সংস্করণের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রানবন্যা দেখা গেছে। কেপটাউনের নিউ ল্যান্ডসে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৩২ রান তুলেছিল ডারবান সুপার জায়ান্টস। জবাবে রায়ান রিকলটনের দুর্দান্ত এক সেঞ্চুরিতে (৬৩ বলে ১১৩) ভর করে জয়ের কাছাকাছি গেলেও শেষ পর্যন্ত ১৫ রানে হেরেছে এমআই কেপটাউন।রায়ান রিকলটনের সেঞ্চুরি দলকে জেতাতে না পারলেও এক দর্শকের ভাগ্য বদলের সুযোগ এনে দিয়েছে। রিকলটনের মারা একটি ছক্কা গ্যালারি থেকে এক হাতে ধরে রাতারাতি কোটিপতি বনে গেছেন এক দর্শক!কেপটাউন-ডারবানের গত শুক্রবারের ম্যাচে মোট ৪৪৯ রান হয়েছে।

দুদলের ব্যাটসম্যানরা মিলে ২৫টি চারের পাশাপাশি ছক্কা মেরেছেন ২৫টি। রিকলটন একাই ১১টি ছক্কা মেরেছেন। এর মধ্যে ইনিংসের ১৩তম ওভারের চতুর্থ বলে মারা ছক্কাটি সীমানা পেরিয়ে গ্যালারিতে যায়। সেখানে এক দর্শক এক হাতেই ক্যাচ নেন।তা ওই দর্শক গ্যালারি থেকে ক্যাচ নিয়ে কোটিপতি হলেন কীভাবে? এসএ-টোয়েন্টি টুর্নামেন্টের নিয়মানুযায়ী, ছক্কার মারে কোনো দর্শক পরিষ্কার এক হাতে ক্যাচ নিতে পারলে ২০ লাখ র‍্যান্ড পাবেন, বাংলাদেশি অর্থমূল্যে যা ১ কোটি ৪৬ লাখ টাকারও বেশি।আর এই নিয়মেই রিকলটনের ছক্কা এক হাতে ধরে মুহূর্তেই কোটিপতি বনে যান ওই দর্শক। কোটিপতি ওই দর্শকের নাম-পরিচয় কিংবা তাঁর সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি এসএ-টোয়েন্টি।