Joy Jugantor | online newspaper

ওয়াকারের ১৯৯৩ সালের রেকর্ড ভাঙলেন স্টার্ক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:১৮, ২৮ ডিসেম্বর ২০২৫

ওয়াকারের ১৯৯৩ সালের রেকর্ড ভাঙলেন স্টার্ক

ওয়াকারের ১৯৯৩ সালের রেকর্ড ভাঙলেন স্টার্ক

বছরটা দারুণ কেটেছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের। ২০২৫ সালে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি এই পেসার, নিয়েছেন ৫৫ উইকেট। তবে এক বছরে সর্বনিম্ন স্ট্রাইকরেটের বিশ্বরেকর্ড গড়ে ১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি ওয়াকার ইউনিসের রেকর্ড নিজের করে নিয়েছেন স্টার্ক।১৯৯৩ সালে পাকিস্তানি কিংবদন্তি পেসার ওয়াকার ইউনিস ন্যূনতম ৫০ উইকেট নিয়ে ৩০-এর নিচে স্ট্রাইকরেট ধরে রাখার একমাত্র বোলার ছিলেন। এখন সেই রেকর্ডে নাম লেখালেন স্টার্ক। শুধু তাই নয়, ওয়াকারের রেকর্ড ভেঙে এখন এক পঞ্জিকাবর্ষে সর্বনিম্ন স্ট্রাইকরেট ন্যূনতম ৫০ উইকেট নেয়া বোলার এখন এই অজি বোলার।

স্টার্ক ২০২৫ সালে টেস্টে ৫৫ উইকেট শিকার করেছেন ২৮.৩ স্ট্রাইকরেটে। যদিও এক্ষেত্রে বেশি ম্যাচ খেলেছেন এই অজি তারকা (১১), বিপরীতে ওয়াকার ৫৫ উইকেট নেন ৭ টেস্টে।এদিকে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন পর্যন্ত শেন ওয়ার্নই রয়েছেন। ২০০৫ সালে ১৫ টেস্ট খেলে ৯৬ উইকেট পেয়েছিলেন অজি এই কিংবদন্তি স্পিনার।চলমান অ্যাশেজে দারুণ ছন্দে আছেন মিচেল স্টার্ক। ৪ টেস্ট খেলে এরই মধ্যে ২৬ উইকেট নিয়েছেন তিনি। আর অস্ট্রেলিয়া এরই মধ্যে অ্যাশেজ ধরে রেখেছে। যদিও শেষ টেস্ট ইংল্যান্ডের কাছে হেরেছে অজিরা, তবে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে আছে তারা। আগামী ৪ জানুয়ারি সিডনিতে শুরু হবে অ্যাশেজের শেষ টেস্ট।