প্রথম বলেই উইকেট সাকিবের, ২৪ বলের ১৫টিই ডট
মধ্যপ্রাচ্যের লিগ আইএল টি-টোয়েন্টিতে শনিবার (২৭ ডিসেম্বর) বল হাতে দুর্দান্ত একটা দিন কাটিয়েছেন সাকিব আল হাসান। দুবাই ক্যাপিটালসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন বাংলাদেশি তারকা। সাকিবের ২৪ বলের মধ্যে ১৫টিতে কোনো রান নিতে পারেননি দুবাই ক্যাপিটালসের ব্যাটসম্যানরা।ম্যাচে সাকিব-গজনফরদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২২ রানের সংগ্রহ পায় দুবাই। রান তাড়ায় ইনিংসের ২০ বল ও ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় সাকিবের দল এমআই এমিরেটস।গতকালের জয়ে লিগ পর্বের ১০ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করল এমিরেটস।
সমান ম্যাচে ১০ পয়েন্ট তিনে থেকে লিগ পর্ব শেষ করা দুবাইকে টুর্নামেন্টে টিকে থাকতে এলিমিনেটর বাধা পেরোতে হবে।আবুধাবিতে গতকাল সাকিব প্রথম বল হাতে নিয়েছেন দুবাই ইনিংসের পঞ্চম ওভারে। নিজের প্রথম বলেই উইকেটের দেখা পান বাঁহাতি স্পিনার। সাকিবের বলে বড় শট খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে ক্যাচ দেন সায়ান জাহাঙ্গীর।প্রথম বলে উইকেটের পর সাকিব অবশ্য আর উইকেটের দেখা পাননি। তবে বাংলাদেশি স্পিনারকে দেখে-শুনেই খেলতে হয়েছে দুবাই ক্যাপিটালসের ব্যাটসম্যানদের। সাকিবের বলে একটিও বাউন্ডারি মারতে পারেনি দুবাই।প্রথম ওভারে ২ রান দেওয়ার পর সাকিব পরের তিন ওভারে যথাক্রমে ৪, ১ ও ৪ রান দিয়েছেন। সাকিবের দলের পরের ম্যাচ আগামী মঙ্গলবার। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে ডেসার্ট ভাইপার্সের মুখোমুখি হবে এমিরেটস।
