Joy Jugantor | online newspaper

মরক্কোর জার্সিতে এমবাপ্পে

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৮:৫৯, ২৮ ডিসেম্বর ২০২৫

মরক্কোর জার্সিতে এমবাপ্পে

মরক্কোর জার্সিতে এমবাপ্পে

মাঠের লড়াই ছাপিয়ে আলোচনার কেন্দ্রে এখন কিলিয়ান এমবাপ্পে। তবে কোনো গোল বা অ্যাসিস্টের জন্য নয়, বরং গ্যালারিতে তার এক বিশেষ উপস্থিতি ফুটবল বিশ্বে সাড়া ফেলেছে।আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বে মরক্কো বনাম মালি ম্যাচে রাবাতের গ্যালারিতে দেখা গেল এই রিয়াল মাদ্রিদ তারকাকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল, ফরাসি অধিনায়ক এদিন হাজির হয়েছিলেন মরক্কোর লাল-সবুজ জার্সি গায়ে দিয়ে।

এমবাপ্পের গায়ে থাকা জার্সিটি ছিল তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির ২ নম্বর জার্সি। ফরাসি সংবাদমাধ্যম 'লেকিপ' জানিয়েছে, মূলত হাকিমির বিশেষ আমন্ত্রণেই মরক্কোর ম্যাচ দেখতে ছুটে আসেন তিনি। পিএসজিতে খেলার সময় থেকেই তাদের বন্ধুত্ব বেশ পরিচিত, যা দল পরিবর্তনের পরও অটুট রয়েছে। গ্যালারিতে ৬৩ হাজার দর্শকের ভিড়ে এমবাপ্পেকে দেখে দর্শকদের মধ্যে এক আলাদা উচ্ছ্বাস ও উন্মাদনা ছড়িয়ে পড়ে।তবে মাঠের ফলাফল মরক্কোর জন্য খুব একটা সুখকর ছিল না। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাহিম দিয়াজের পেনাল্টি গোলে মরক্কো লিড নিলেও, ৬৪ মিনিটে লাসিন সিনায়োকোর পেনাল্টিতে সমতায় ফেরে মালি। ম্যাচের শেষ দিকে মরক্কো একের পর এক আক্রমণ চালিয়ে চাপ বাড়ালেও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় দুই দলকে। এই ড্রয়ে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ 'এ'-এর শীর্ষে মরক্কো।