১৫ বছর আগে সংসদে বলেছিলাম তারেক রহমান আসবেন: পার্থ
বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সাংসদ ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, প্রায় ১৫ বছর আগে সংসদে দাঁড়িয়ে বলেছিলাম, ‘তারেক রহমান আসবেন, আর তার রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণই।
’শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রীর সামনে দাঁড়িয়ে এ কথা বলা সহজ ছিল না, তবে দৃঢ় বিশ্বাস থেকেই বলেছিলাম।পার্থ আরও লেখেন, ‘তারেক রহমানের মতো জননন্দিত নেতার ভবিষ্যৎ কোনো আদালতের কলমের আঘাতে নির্ধারিত হয় না, হয় আল্লাহর ইচ্ছায় ও জনগণের মাধ্যমে সঠিক সময়ে।’তিনি তারেক রহমানের প্রত্যাবর্তনে বিএনপির নেতাকর্মী ও দেশের জনগণকে অভিনন্দন জানান।
