
সংগৃহীত ছবি
লিপস্টিক ফুল দেখতে সুন্দর ও মনোমুগ্ধকর। এটি বিদেশি ফুল হলেও বাংলাদেশে ব্যাপকভাবে সমাদৃত। লিপস্টিক ফুল হলেও এটি আদা গোত্রীয় উদ্ভিদ থেকে জন্মায়।
এর ফলের নির্যাস থেকে ভেষজ লাল রং তৈরি করা সম্ভব। সেই রং অনায়াসে বিভিন্ন রান্না এবং মিষ্টিতে ব্যবহার করা যেতে পারে।
একইভাবে লাল লিপস্টিকে রাসায়নিক রঙের বদলে ব্যবহার করা যেতে পারে এই ভেষজ রং। ছবিগুলো গতকাল শুক্রবার