দেবের জন্মদিন উদ্যাপনের পর যে বার্তা দিলেন রুক্মিণী
বড়দিনের পাশাপাশি ৪৩তম জন্মদিন উদ্যাপন করলেন টালিউড অভিনেতা দেব। জমকালো আয়োজনে বিশেষ দিনটি উদ্যাপনের পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশেষ বার্তা দিয়েছেন দেবের প্রেমিকা, অভিনেত্রী রুক্মিণী মৈত্র।গত ২৫ ডিসেম্বর ৪৩ বছর পূর্ণ করেন দেব। পরিবার ও কাছের মানুষদের সঙ্গে বিশেষ দিনটি উদ্যাপন করেন। জন্মদিনে নায়কের পাশে দেখা যায় দীর্ঘদিনের প্রেমিকা রুক্মিণীকে।দেবের জন্মদিন উদ্যাপনের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের একগুচ্ছ ছবি শেয়ার করেন অভিনেত্রী।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ফেসবুকে ছবি প্রকাশের পাশাপাশি আবেগী বার্তাও দেন রুক্মিণী।আপলোড করা ছবিগুলোতে দেখা যাচ্ছে, এদিন দুইজনই কালো রংয়ের পোশাক পরেছিলেন। সাদা-লাল-হলুদ রংয়ের ফুল আর বেলুনে সাজানো ছিল জন্মদিন উদ্যাপনের স্থান।ক্যাপশনে রুক্মিণী লেখেন, মেগাস্টার বা সুপারস্টার নয়, শুধুমাত্র ভালোবাসা। শুভ জন্মদিন। সূর্য, চাঁদ, তারা যেন ছুঁতে পারো তুমি। আগামী দিনে সব সময়ের জন্য সৌভাগ্য আর ভালোবাসা দেব।টালিউডে ক্যারিয়ারের দীর্ঘ ২০ বছর পার করছেন দেব। ক্যারিয়ারের শুরুতে টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। তবে সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান দেব।
