বগুড়া সদরের নামুজা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ফি, মাসিক বেতন, পরীক্ষার ফি ও অন্যান্য বিবিধ ফি অনলাইনের মাধ্যমে আদায়ের লক্ষ্যে সোনালী পেমেন্ট গেটওয়ে (এসপিজি) চালু হচ্ছে। এ লক্ষ্যে সোনালী ব্যাংক পিএলসি’র সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) দুপুরে সোনালী ব্যাংক পিএলসি, নামুজাহাট শাখা, বগুড়ার মাধ্যমে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চুক্তিতে স্বাক্ষর করেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস বগুড়া নর্থ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার এ এস এম আব্দুল লতিফ এবং নামুজা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভূপাল চন্দ্র প্রামাণিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি’র জেনারেল ম্যানেজার’স অফিস বগুড়া-এর জেনারেল ম্যানেজার মো. রশিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসি প্রিন্সিপাল অফিস বগুড়া সাউথ-এর ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জাহাঙ্গীর আলম সিদ্দিকী এবং প্রিন্সিপাল অফিস বগুড়া নর্থ-এর সহকারী জেনারেল ম্যানেজার মো. মাহমুদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি নামুজাহাট শাখা, বগুড়ার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) মো. আলী নেওয়াজ।
বক্তারা বলেন, সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে বিদ্যালয়ের আর্থিক লেনদেন আরও সহজ, স্বচ্ছ ও নিরাপদ হবে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা সময় ও ভোগান্তি কমিয়ে অনলাইনে ফি পরিশোধের সুবিধা পাবেন।
