Joy Jugantor | online newspaper

গেবিন্দগঞ্জের শালমারায় অরক্ষিত ক্রসিংয়ে

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রলি

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:২৪, ২৬ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:৩০, ২৬ ডিসেম্বর ২০২৫

ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রলি

গেবিন্দগঞ্জের শালমারায় অরক্ষিত ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল ট্রলি

গাইবান্ধার গেবিন্দগঞ্জের শালামারা স্টেশন এলাকার একটি অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনে ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে ট্রলি। তবে এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিলে এই ঘটনা ঘটে। শালমারা ইউপি সদস্য বক্কর মিয়া দুর্ঘটনার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে অরক্ষিত ওই রেলক্রসিং দিয়ে ইটবোঝাই একটি পাওয়ার ট্রলি পারাপার হওয়ার হচ্ছিল।

এসময় বুড়িমারি থেকে সান্তাহার গামী ‘করতোয়া এক্সপ্রেস’ ট্রেনটি কাছাকাছি চলে আসে। তবে রেললাইনের ওপর ট্রলি দেখতে পেয়ে ওই ট্রেনের চালক গতি কমাতে সক্ষম হলেও ট্রেনটি গিয়ে ট্রলিতে ধাক্কা দেয়। এতে ট্রলিটি দুমড়েমুচড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। সর্বশেষ ট্রলিটি রেললাইন থেকে সরিয়ে ট্রেনটি আবারও গন্তব্যে রওনা দেয়। এই দুর্ঘটনায় কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।বোনার পাড়া রেলওয়ে থানার (জিআরপি) ওসি কামাল উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।