Joy Jugantor | online newspaper

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তালোড়ায় পুরস্কার বিতরণ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৫, ২৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে তালোড়ায়  পুরস্কার বিতরণ

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোকিত সমাজ বিনির্মাণে দুপচাঁচিয়ার তালোড়ায় মুড়াগাছা আলোকিত সমাজের উদ্যোগে চিত্রাংকন,কবিতা লিখন, কুইজ, অংক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৬ডিসেম্বর শুক্রবার বিকালে মুড়াগাছা ফুলপুকুরপাড় প্রাঙ্গণে মুড়াগাছা বাইতুল মাল সমিতির সভাপতি আজাহার হোসেন আকন্দের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান সহকারী আবু হেলাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আল আরাফা ইসলামী ব্যাংক গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা শাখার ব্যবস্থাপক রবিউল ইসলাম এ্যান্টোনা, মুক্তাগাছা সমাজ সেবা সমিতির সভাপতি এবিএম জিল্লুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল গোফফার লুটু, মুড়াগাছা আইন শৃঙ্খলা কমিটির সভাপতি শাহজালাল আকন্দ, মুড়াগাছা প্রবাসী কল্যাণ এ্যাসোসিয়েশনের সভাপতি আলতাফ আলী, বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ আলী সাখিদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আলোকিত সমাজের সভাপতি ডাঃ এম এ হান্নান মোল্লা, সিনিয়র সহসভাপতি আবু হাসান বাবু, কোষাধ্যক্ষ হাসান প্রামানিক, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন শাওন, সহসাংগঠনিক সম্পাদক মহিদুল হাসান মুহিত সহ জাকারিয়া ইসলাম হিরা, হুজ্জাতুল ইসলাম,মিল্লাত, সজিব প্রমুখ। সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।