Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ 

প্রকাশিত: ১৭:৪০, ২৫ ডিসেম্বর ২০২৫

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ফেন্সিডিল উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পত্নীতলা ১৪ ব্যাটালিয়ন বিজিবির আওতাধীন কড়িয়া বিজিবি ক্যাম্পের সদস্যরা।আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) ভোরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কাঁচনা গ্রাম হতে ফেন্সিডিল গুলো উদ্ধার করা হয়।

জানা যায়, কড়িয়া বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার হাবিলদার রফিকুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল সীমান্ত পিলাল ২৭৮/৬ এস হতে ৬শ গজ বাংলাদেশ অভ্যন্তরে কাঁচনা গ্রামে অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল গুলো উদ্ধার করে। যার আনুমানিক সিজার মূল্য ১২ হাজার টাকা।টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম বলেন,  আটককৃত মাদকদ্রব্য পাঁচবিবি থানা পুলিশের নিকট হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।